ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফ্লিপ-৫/ফোল্ড-৫

প্রি-অর্ডারে গ্যালাক্সি জেড সিরিজ

প্রি-অর্ডারে গ্যালাক্সি জেড সিরিজ

জিয়াউল হাসান

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ১২:২৩

অপেক্ষার অবসানে পঞ্চম প্রজন্মের ফোল্ডেবল গ্যালাক্সি জেড ফ্লিপ-৫ ও গ্যালাক্সি জেড ফোল্ড-৫ হ্যান্ডসেটের জন্য প্রি-অর্ডার নিচ্ছে স্যামসাং বাংলাদেশ। প্রি-অর্ডার নেওয়া শেষ হবে আগামী ২৮ আগস্ট। ২৯ আগস্ট থেকে বিপণন শুরু হবে।

 স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ-৫ মডেলে আছে ৩.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে’র ফ্লেক্স উইন্ডো, যা কিনা সুবিশাল পরিসরের ক্লকফেস ও স্ট্যান্ডার্ড ওয়ালপেপার দিয়ে কাস্টোমাইজ করা যাবে। গ্রাহকেরা ফ্লেক্স উইন্ডোর মাধ্যমে সহজেই মেসেঞ্জার, ইউটিউব ও নেটফ্লিক্সের মতো জনপ্রিয় অ্যাপ ব্যবহার করতে পারবেন। ফ্লিপ করা হ্যান্ডসেটে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড টুএক্স ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে পাওয়া যাবে। ফলে স্ক্রল ও সোয়াইপ হবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। হ্যান্ডসেটের আলোচিত ফিচারের মধ্যে আছে হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা। যেখানে ব্যবহারকারীরা ডিভাইসটি ৯০-ডিগ্রি কোনাকুনি রেখে (যেমন ল্যাপটপের মতো) তা ব্যবহার করতে পারবেন।

নতুন প্রজন্মের হ্যান্ডসেট দুটির ডিসপ্লেতে স্ন্যাপড্র্যাগন ৮ জেন ২ গ্যালাক্সি এডিশন ৪এনএম চিপসেট, আইপিএক্স৮ স্বীকৃত পানি প্রতিরোধী কর্নিং গরিলা গ্লাস ভিক্টর ২, ২৫৬ জিবি স্টোরেজ, ৮ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির উপস্থিতি নিশ্চিত করেছে। আরও থাকছে ১২ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

গ্যালাক্সি জেড ফ্লিপ-৫ হ্যান্ডসেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৯৯৯ টাকা। প্রি-অর্ডারের সময়ে ক্রেতারা ২৪ হাজার টাকা ক্যাশব্যাক এবং ৬ বা ১২ মাসের জন্য স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা (২২৫০ টাকা দিয়ে শুরু) নিতে পারবেন।

গ্যালাক্সি জেড ফোল্ড-৫ হ্যান্ডসেটের দাম ২ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। প্রি-অর্ডারে গ্রাহকেরা ২০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। প্রি-অর্ডারে ৬ বা ১২ মাসের জন্য ‘নেভারমাইন্ড’ স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার (৩ হাজার ৫০০ টাকা থেকে শুরু) উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন

×