ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গ্যালাক্সি সিরিজে এ০৫ মডেল

গ্যালাক্সি সিরিজে এ০৫ মডেল

ফাইল ছবি

 কবির হাসান

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪ | ১২:০১

গ্যালাক্সি ‘অসাম’ এ সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এ-০৫ মডেল উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ফটোগ্রাফি সক্ষমতার নতুন স্মার্টফোনে কনটেন্ট উপভোগে স্বাচ্ছন্দ্য দেবে।

মডেলের বৈশিষ্ট্যে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সঙ্গে ২৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সক্ষমতা। ফলে মাত্র ৩০ মিনিটেই ৪৮ শতাংশ চার্জ হয়ে যায়। নিশ্চয়তা উপভোগ করতে পারবেন। দ্রুতগতির প্রসেসর, চার বছরের সিকিউরিটি আপডেট ও দুই জেনারেশনের অপারেটিং সিস্টেম আপগ্রেডে থাকছে বিশেষ সুবিধা।
কারিগরি বৈশিষ্ট্যে ওয়ান ইউআই কোর ৫.১ এবং মিডিয়াটেক জি৮৫ প্রসেসর ও র‍্যাম প্লাস ফিচার বিদ্যমান; যা গ্রাহকদের মাল্টিটাস্কিংকে সমৃদ্ধ করবে। ডিসেপ্ল ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস। বিনোদন কনটেন্ট দেখা বা সামাজিক মাধ্যম ব্যবহারে ভিন্নতা দৃশ্যমান হবে। ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল আর ২ মেগাপিক্সেল ডেপথ-সেন্সিং লেন্স। ডুয়েল ক্যামেরায় সহজেই প্রিয় মুহূর্তের সব ছবি ধারণ করা যাবে। ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো মূয়ীদুর রহমান জানালেন, প্রাত্যহিক জীবনের জরুরি অনুষঙ্গ এখন স্মার্টফোন। নিজের ডিভাইসের নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী হওয়া সবার জন্যই জরুরি। ব্যাটারি আর পারফরম্যান্সের গুরুত্বে মডেলটি ডিজাইন করা। গ্যালাক্সি এ০৫ মডেলের চমৎকার ইন্টারফেস ও অভিনব সব ফিচার ‘অসাম’ গ্রাহকদের উদ্ভাবনী অভিজ্ঞতায় নিয়ে যাবে। মডেলটি এখন সিলভার, ব্ল্যাক আর লাইট গ্রিন– তিনটি রঙে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি যথাক্রমে ৪+৬৪ জিবি ও ৬+১২৮ জিবি সংস্করণে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

×