ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাধারণ ফোনে ফাস্ট চার্জিং সুবিধা

সাধারণ ফোনে ফাস্ট চার্জিং সুবিধা

.

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ০০:২৯

স্মার্টফোনে এখন দ্রুতগতির চার্জ বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে পুরোনো কিছু ব্যবহৃত মডেলে ফাস্ট চার্জিং সুবিধা নেই। অথচ দ্রুত চার্জ দেওয়ার খুব প্রয়োজনে কী করবেন– এমন প্রশ্ন আসবে। কিছু কৌশল মানার চেষ্টা করলে দ্রুত চার্জ পরিষেবা পাওয়া কিন্তু সম্ভব। ডিভাইসে যেসব অ্যাপ বেশি ব্যবহৃত হয়, তা কিছু সময়ের জন্য বন্ধ করতে হবে। তখন ফাস্ট চার্জিং সুবিধা না থাকলেও ফোন চার্জ 
নেবে দ্রুত।
বিশেষজ্ঞরা বলছেন, যেসব স্মার্টফোনে ফাস্ট চার্জিংয়ের সুবিধা নেই, ওই সব ডিভাইস দ্রুত চার্জ দিতে হলে প্রথমেই ফোনের ফ্লাইট মোড সক্রিয় করতে হবে। বন্ধ করতে হবে ওয়াই-ফাই সংযোগ। তৃতীয় ধাপে ফোনের ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ্লিকেশন চলছে, সেসব একসঙ্গে বন্ধ করতে হবে। আরেকটু দ্রুত চার্জের প্রয়োজনে ফোনকে ডার্ক মোডে নিয়ে চার্জ দিলে দারুণ সময় সাশ্রয় হবে।
অনেকেই হয়তো জানেন, ডিসপ্লের জন্য ব্যাটারি সবচেয়ে বেশি শক্তি খরচ করে। বিশেষজ্ঞদের পরামর্শ, দ্রুত চার্জ দেওয়ার সময়ে অবশ্যই ডিসপ্লেকে অফ বা বন্ধ রাখতে হবে। অনেকে অবশ্য বলেন, এমন পরিস্থিতিতে ফোন সুইচ অফ করে চার্জ দিলে দ্রুত চার্জ নেবে। কিন্তু বর্তমানে যেসব স্মার্টফোন প্রচলিত, সেগুলো বন্ধ না করে সচল অবস্থায় চার্জ দিলে ব্যাটারি দ্রুত শক্তি সঞ্চয় করে। অন্যদিকে, চার্জের সময়ে দুটি বিষয়ের ওপর নজর দেওয়া প্রয়োজন।
চার্জ দেওয়ার সময়ে অবশ্যই প্রকৃত চার্জার এবং কেবল ব্যবহার করতে হবে। নির্মাতার দেওয়া কেবল বা তার না হলে চার্জার ভালো হওয়া সত্ত্বেও দ্রুত চার্জ নাও নিতে পারে।

আরও পড়ুন

×