শিশুর জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে সিসিমপুরে নতুন প্রকল্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৪৬
শিশু ও তাদের অভিভাবকদের জন্য নিরাপদ ইন্টারনেট ও প্রাক-শৈশব বিকাশের লক্ষ্যে প্রকল্প হাতে নিয়েছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।
২০২১ সালে আইন ও সালিশ কেন্দ্রের এক গবেষণা বলছে, শতকরা ৩০ ভাগ শিশু অনলাইনে বিভিন্ন ধরনের হয়রানির এবং আট ভাগ শিশু যৌন হয়রানির শিকার হয়। বিষয়টি মাথায় রেখেই ৩১ জানুয়ারি এক ভার্চুয়াল আয়োজনে 'সেফ ইন্টারনেট ফর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট' নামে নতুন এক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শিশুর জন্য গুরুত্বপূর্ণ এই উদ্যোগ নেওয়ায় সিসিমপুরকে ধন্যবাদ জানান পলক। ভবিষ্যতে সিসিমপুরকে সঙ্গে নিয়ে সরকারের ডিজিটাল লিটারেসি সেন্টার কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের গ্রান্ট স্পেশালিস্ট গুইলহার্ম গঞ্জালেস রোকা ই সুজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. বিএম মাইনুল হোসেন ও সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম। এ ছাড়া ভার্চুয়াল অনুষ্ঠানে সংশ্নিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধি, আইসিটি বিশেষজ্ঞ, কনটেন্ট নির্মাতা, প্রাক-শৈশব বিশেষজ্ঞ এবং শিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন। ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দুই বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে ভার্চুয়াল জগতে শিশুদের নিরাপত্তা এবং কী কী ধরনের প্ল্যাটফর্মে তারা শিক্ষাগ্রহণ করতে পারে, সে বিষয়ে গবেষণা করা হবে। পাশাপাশি নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে অভিভাবকদের জন্য তৈরি করা হবে গাইডলাইন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতকে (স্টেম) উপজীব্য করে শিশুদের জন্য একটি মোবাইল গেমও তৈরির পরিকল্পনা উঠে আসে আলোচনায়। পাশাপাশি, বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট ও পাঁচটি গল্পের বই তৈরি করে দেশের বিভিন্ন স্কুলে বিতরণের পরিকল্পনাও জানান আয়োজকরা। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সিসিমপুরের প্রিয় বন্ধু টুকটুকি, হালুম, শিকু, ইকরিরা নিরাপদ ইন্টারনেটবিষয়ক প্রচারে অংশ নেবে।
- বিষয় :
- নিরাপদ ইন্টারনেট
- সিসিমপুর
- সিসেমি ওয়ার্কশপ