ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হিমালয়ী

হিমালয়ী

অভিযান লামাদের দেশে

তিব্বত লামাদের দেশ, আধ্যাত্মিকতার দেশ, জাদুবিদ্যার দেশ, চিরতুষারাবৃত হিমালয় আর অরণ্য বেষ্টিত একটি অজ্ঞাত দেশ। সেখানকার অধিবাসীদের রীতিনীতি, আচার-ব্যবহার, ধরন-ধারণ আমরা কিছুই আগে জানতাম না। যে স্থানের উপত্যকাগুলোর উচ্চতা সমুদ্র সমতল থেকে প্রায় ১৫ হাজার ফুটের ওপরে, এ সম্পর্কে আমাদের কৌতূহল কম নয়। এর বেশকিছু কারণ ছিল। যেমন– তিব্বতে যাওয়া সহজ ছিল না; কোনোভাবে সেখানে যাওয়া গেলেও তাদের জীবন-রহস্য সম্পর্কে জানা যেত না। তাই তিব্বত সম্পর্কে মানুষের জানার আগ্রহ বরাবরই একটু বেশি ছিল। আধ্যাত্মিক বৌদ্ধ ধর্মগুরু মিলারেপা যেসব স্থানে সাধনারত ছিলেন বা ধ্যান করেছিলেন, তিব্বতি বৌদ্ধ ধর্মে তা তীর্থস্থানে পরিণত হয়েছে। তেমনি একটি তীর্থস্থান নেপালের গোরখা জেলায় অবস্থিত। সামাগাঁও ও সামদো গ্রামের মাঝামাঝি স্থানে অরণ্যঘেরা পাহাড়ে এক বড় পাথরের নিচে মিলারেপা গুহা।

আপডেটঃ ১১ মে ২০২৪ | ১২:৫১
অভিযান লামাদের দেশে

সর্বশেষ