ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ইরান-ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত সহজেই অবসান ঘটাতে পারি: ট্রাম্প

ইরান-ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত সহজেই অবসান ঘটাতে পারি: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ১২:২৪ | আপডেট: ১৫ জুন ২০২৫ | ২০:৪৪

ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা সহজেই দুই দেশের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।’ খবর বিবিসির

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, শনিবার রাতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নাই। 

ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো কোনো সহায়তা করছে না। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরান যদি আমাদের ওপর যে কোনো ধরনের, যে কোনো উপায়ে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে যা আগে কখনও দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘তবে আমরা চাইলে সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।’

আরও পড়ুন

×