কৃষক লীগ নেতা হত্যা মামলা তুলে নিতে চাপ সৃষ্টির অভিযোগ

সিহত মানিক সরদার
মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ১০:২৫ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ১০:২৫
মাদারীপুরের কালকিনির কৃষক লীগ নেতা মানিক সরদার হত্যার ঘটনার মাস পেরিয়ে গেছে। এরই মধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছেন আসামিরা। জামিনে এসে বসে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী সীমা খানম। বুধবার বিকেলে মামলার বাদী নিহতের স্ত্রী এ অভিযোগ করেন।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মানিক সরদারকে (৪০) বাড়ি ফেরার পথে গতিরোধ করে কুপিয়ে হত্যা করা হয়। এ দু’দিন পর নিহতের স্ত্রী সীমা খানম বাদী হয়ে আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান (মিলন) সরদারকে প্রধান আসামি করে ১৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসামিরা এলাকায় এসে গত দুই সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলার বাদী সীমা খানমকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন।
নিহতের স্ত্রী সীমা খানম বলেন, 'আমার স্বামী হত্যার এক মাস পেরিয়ে গেলেও পুলিশের তেমন কোনো ভূমিকা দেখতে পাইনি। শুরুতে কিছুটা তৎপর ছিলো পুলিশ। তারা জামিন নিয়ে এসে আমাকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ দিচ্ছে। তাদের কথা না শুনলে আমার পরিবারসহ আমাকে হত্যার হুমকিও দিয়েছেন তারা।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, দুই সপ্তাহ আগে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তদন্তভার দেওয়া হয়েছে। মামলা তুলে নেয়ার বিষয়ে বা বাদীকে চাপ সৃষ্টির বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।