ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ গেল দম্পতির

ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ গেল দম্পতির

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ২৩:৩১ | আপডেট: ১২ মার্চ ২০২২ | ২৩:৩১

নীলফামারীতে ট্রাকচাপায় স্বপন রায় (২৮) ও সুমি রায় (২৩) নামে এক দম্পতি নিহত হয়েছে। রোববার সকাল সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতির বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামে। তারা দুজনই উত্তরা ইপিজেডের সনিক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, তিনজন শ্রমিক মোটরসাইকেলে করে উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি একটি ইজিবাইককে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। আরোহীসহ মোটরসাইকেল সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে নীলফামারীগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান স্বামী-স্ত্রী। আহত হন তাদের সঙ্গে থাকা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুকুমার রায় (২৮)।

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×