রাবি ছাত্রলীগ
সাড়ে ছয় বছর পর 'হল সম্মেলন', হলো না কমিটি

উৎসবমুখর পরিবেশে রাবির ১৭টি হলের সম্মেলন শুরু হয় - সমকাল
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০৯:৪১ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০৯:৪১
সাড়ে ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ সম্মেলন হয়। সম্মেলন হলেও কমিটি ঘোষণা না করে মঞ্চ ছেড়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা।
কেন্দ্রীয় ছাত্রলীগ ও রাজশাহীর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করে কমিটি দেওয়া হবে বলে জানান শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া।
এর আগে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম পর্ব (আলোচনা) শেষে বিকেল ৫টার দিকে কমিটি না দিয়ে নেতারা মঞ্চ ছাড়েন। এ সময় শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সম্মেলনের দ্বিতীয় পর্ব (কমিটি ঘোষণা) কেন্দ্রীয় ছাত্রলীগ ও রাজশাহীর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে জানিয়ে দেব।
অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন বলেন, ছাত্রলীগকে হতে হবে সাধারণ শিক্ষার্থীদের আপনজন। হলে সিট না থাকলে সিটের ব্যবস্থা করবে; খাবার না থাকলে খাবারের ব্যবস্থা করবে; বই না থাকলে বইয়ের ব্যবস্থা করবে- এটাই আমরা প্রত্যাশা করি।
জুনাইদ আহমেদ পলক বলেন, মৌলবাদী সম্প্রদায় যেন ক্যাম্পাসে মাথাচাড়া দিতে না পারে, সেদিকে ছাত্রলীগকে নজর রাখতে হবে। আল নাহিয়ান খান জয় বলেন, আজকের এই হল সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের অনেক ত্যাগী, ছাত্রবান্ধব নেতা উঠে আসবে।
হল সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অনিল কুমার সরকার, আব্দুল ওয়াদুদ দারা, জুনাইদ আহমেদ পলক, আলী কামাল, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ মখদুম হল ছাত্রলীগ সভাপতি আরিফ বিন জহির। প্রধান বক্তা ছিলেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। এর আগে ২০১৫ সালের নভেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন হয়। এবার ১৭টি ছাত্রী ও ছাত্র হলের একসঙ্গে সম্মেলন হয়েছে।