ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মধুপুরে বিএনপি নেতা স্বপনের গাড়িতে ক্ষুব্ধ কর্মীদের হামলা

মধুপুরে বিএনপি নেতা স্বপনের গাড়িতে ক্ষুব্ধ কর্মীদের হামলা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ১০:২৬ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ১০:২৬

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষুব্ধ কর্মীরা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের গাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

রোববার সন্ধ্যায় মধুপুর পৌর শহরের সাথীর মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় স্বপনের সঙ্গে থাকা ৪ নেতাকর্মী আহত হন। বিক্ষুব্ধরা স্বপনের গাড়ি ও একাধিক মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শনিবার রাতে পৃথক হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নাসির উদ্দিনকে দেখে স্থানীয় খামার বাড়িতে ফেরার পথে এই হামলার শিকার হন স্বপন। হামলায় পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার মোতালিব হোসেন, বিএনপি নেতা রেজাউল হক সিদ্দিক, ফারুক হোসেন ও ছাত্রদল নেতা হযরত আলী আহত হন। স্বপন বলেন, বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালানো হয়।

তবে বিগত পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির হয়ে নির্বাচন করা পদবঞ্চিত নেতা আবদুল লতিফ পান্না জানান, সরকার সহিদের নেতৃত্বে তারা দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পৌর শহরে প্রচারপত্র বিলি করছিলেন। সন্ধ্যার আগে ফকির মাহবুব আনাম স্বপন তার লোকজন নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালান। বিক্ষুব্ধ জনগণ ও কর্মীরা এর জবাব দেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন সরকার জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, রোববারের ওই হামলার ঘটনায় সোমবার মামলা হয়েছে।



আরও পড়ুন

×