খেলতে গিয়ে পানিতে পড়ে প্রাণ গেল ২ শিশুর

প্রতীকী ছবি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ০১:৪৬ | আপডেট: ১৫ মার্চ ২০২২ | ০১:৪৬
ময়মনসিংহের তারাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে মঙ্গলবার সকালে ওই দুই শিশুর মৃত্যু হয়।
পুলিশ জানায়, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা হলো- দুগাছি গ্রামের রুবেল মিয়ার মেয়ে রাইসা আক্তার (৪) ও রুবেলের চাচাতো ভাই খাদেমুল ইসলামের মেয়ে রোজা বেগম (৩)। বাড়ির পাশে খেলতে গিয়ে টিউবওয়েলের পানি যাওয়ার গর্তে দুই শিশু পড়ে যায়। সকাল ১০টার দিকে তাদের মরদেহ পায় স্বজনরা।
তারাকান্দা থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।