ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির যাত্রা শুরু

শহরের ঐতিহাসিক আলেকজেন্ডার ক্যাসেলে সংগঠকদের আলোচনা সভা -সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ২৩:০০
কিশোর-তরুণ-যুবকদের মানবিকতা, নৈতিকতা ও পেশাগত ভাবে দক্ষ করে গড়ে তুলতে এবং ময়মনসিংহের উন্নয়নে তরুণদের নতুন প্ল্যাটফর্ম ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির যাত্রা শুরু হয়েছে।
ময়মনসিংহের তরুণ স্বেচ্ছাসেবক ও সংগঠকদের নিয়ে শনিবার প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহরের ঐতিহাসিক আলেকজেন্ডার ক্যাসেলে।
এ সময় সংগঠনের কার্যক্রম, পরিকল্পনা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ৭ সদস্যের একটি আহ্বয়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভ্র চক্রবর্ত্তী। সদস্য হিসেবে আছেন- আসাদুজ্জামান রুবেল, লুৎফুন্নাহার লিজা, মাসুম আহমেদ, আবু আল সাঈদ সিফাত, সাফরান আহমেদ ও সদস্য সচিব নাজমুল সরকার।
কমিটির সদস্যরা জানান, সবার সম্মিলিত উদ্যোগে গঠিত এ প্লাটফর্ম কাজ করবে ময়মনসিংহের তরুণদের এগিয়ে নিতে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তারা।