পাটগ্রাম সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২২ | ০৯:৪৩ | আপডেট: ১৭ মার্চ ২০২২ | ০৯:৪৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে বিএসএফ'র গুলিতে রেজাউল (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। এ সময় জুম্মান বাবু (৩৪) নামে একজন আহত হন। বুধবার ভোরে সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারেরর নিকট এ ঘটনা ঘটে। নিহতের লাশ ও আহত ব্যক্তি ভারতের অভ্যন্তরে রয়েছে।
নিহত রেজাউল উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় গ্রামের মুনছুর আলীর ছেলে ও আহত জুম্মান পাটগ্রাম পৌরসভার রেলগেট এলাকার বেলাল মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় রেজাউলসহ ৭ থেকে ৮ জনের একটি দল গরু আনতে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার তেতলিরছড়া গ্রামের ভগরামপুর এলাকার লোকজন তাদের ধাওয়া করে। এ সময় বিএসএফ ১৬৯ ব্যাটালিয়নের পারশা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ করে গুলি ছুঁড়েন। এতে মারা যান রেজাউল ও গুরুতর আহত হন জুম্মান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়, রেজাউলকে স্থানীয়রা চোর সন্দেহে পিটিয়ে বিএসএফ'র হাতে তুলে দেয়। পরে বিএসএফ গুলি করে।
নিহত রেজাউলের ছোট ভাই একরামুল জানান, তার ভাইসহ ৭/৮ জনের একটি দল বুধবার রাতে ভারতে প্রবেশ করেন। তারপর থেকে তাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে ৬১ বিজিবি ব্যাটালিয়নের তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানাতে বলেছি। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।’
বর্ডারগার্ড বাংলাদেশ ৬১ বিজিবির শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জালাল সরকার বলেন, ‘সীমান্তে বাংলাদেশি নিহত হয়েছে শুনেছি। এ ব্যাপারে পারসা বিএসএফ ক্যাম্পের কমান্ডার পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছেন। বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।’
- বিষয় :
- বিএসএফ
- বাংলাদেশি যুবক নিহত