ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি বলেই এগিয়ে যাচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি বলেই এগিয়ে যাচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন।

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ০৭:০০ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ০৭:০০

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে ধামাচাপা দিতে চায়, ইতিহাসকে যারা বিকৃতি করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না। ইতিহাস তাদেরও ক্ষমা করবে না। 

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবে না, তাকে খাটো করতে পারবে না। তাকে ও তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি। দেশ দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে বলেই দেশ আজ উন্নত বিশ্বের দরবারে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

 রোববার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে তিনি এসব কথা বলেন। নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিমের ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে চাটখিল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার পুরস্কার এবং বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেওয়া হয়। 

এইচএম ইব্রাহিমের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকি ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু। স্বাগত বক্তব্য রাখেন খিলপাড়া আবদুল ওহাব ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের মর্যাদা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। দেশে নারীদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় নারীরা আজ তাদের মেধা দিয়ে স্বাস্থ্য শিক্ষাসহ সব ক্ষেত্রে ৫০ শতাংশ স্থান দখল করেছে। ২০৪১ সালের সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নারীরাও কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল পুলিশকে জনগণের পুলিশে পরিণত করা, আজকের পুলিশ জনগণের পুলিশ। তবে দুই একজন পুলিশ অপকর্ম করে থাকেন, কিন্তু তারাও শাস্তি ভোগ করছেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর সম্মতিতেই ৩ মার্চ আমরা বাংলার পতাকা উড়িয়ে ছিলাম । ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ছিল একটি ঐতিহাসিক ভাষণ। এই ভাষণ পৃথিবীর যত মানুষ শুনেছে বিশ্বের কোনো নেতার ভাষণ এত বেশি সংখ্যক মানুষ শুনেনি। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী নিয়ে একটি মহল নোংরামি করতে চেয়েছিল। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে জানবে। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে ২০৩১ ও ২০৪০ সালের যে স্বপ্ন দেখছেন তা আজকের শিক্ষার্থীরাই গড়ে তুলবেন। 

মন্ত্রী পুলিশ প্রশাসনের কর্ম তৎপরতার প্রশংসা করে বলেন, নোয়াখালীর সাবেক ও বর্তমান পুলিশ সুপারের কর্মদক্ষতার কারণে নোয়াখালী থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে। সন্ত্রাসের জনপদে আজ শান্তির সুবাতাস বইছে। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় ২২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ১০০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে তিন জনকে ল্যাপটপ এবং ৯৭ জনকে উন্নতমানের স্কুলব্যাগ এবং অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে টিফিন বক্স উপহার দেওয়া হয়।  

এর আগে বাংলাদেশ পুলিশের একটি হেলিকপ্টারে বেলা ১২ টায় খিলাপড়া আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অনুষ্ঠান শেষে দুপুরের খাবার খেয়ে বেলা আড়াটার দিকে পুনরায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে চাটখিল ত্যাগ করেন। 

আরও পড়ুন

×