ঘুমন্ত মামিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ভাগনের বিরুদ্ধে

প্রতীকী ছবি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ০২:৫২ | আপডেট: ২১ মার্চ ২০২২ | ০২:৫২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিনা বেগম (৩০) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগনে শুক্কুর আলীর বিরুদ্ধে। রোববার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ উপজেলার পুর্ব বাগনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিনা বেগম ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। এ ঘটনায় প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সকালে ভাগনে শুক্কুর আলীকে আটক করেছে পুলিশ।
নিহতের মেয়ে রুনা আক্তার জানান, তার মাসহ পরিবারের সদস্যরা রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে সেসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার মায়ের চিৎকার শুনতে পায়। এসময় তারা দ্রুত তার মায়ের রুমে গেলে গুরুতর রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রতন মিয়া জানান, তার ফুফাতো ভাই শুক্কুর আলীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পূর্ব বিরোধ ছিল। কিন্তু গত কয়েকদিন পূর্বে তা সমাধান করা হয়। এরই প্রেক্ষিতে শুক্কুর আলী তাদের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময়ও সে তাদের বাড়িতে ছিল। রতন মিয়া বলেন, ‘মধ্যরাতে শুক্কুর আলী পূর্ব প্রতিশোধ নিতেই মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
অভিযুক্ত শুক্কুর আলী চুনারুঘাট উপজেলার নালুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আটক শুক্কুর আলীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত ডা. আবিদুর রেজা জানান, নিহত নারীর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। যার কারণে তার শরীর থেকে প্রচুর রক্তকরণ হয়ে মারা গেছেন।