ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইয়াবা তৈরির মূল উপকরণসহ রোহিঙ্গা গ্রেপ্তার

ইয়াবা তৈরির মূল উপকরণসহ রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ০৬:৩২ | আপডেট: ২১ মার্চ ২০২২ | ০৬:৩৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মূল উপকরণ এমফিটামিন জাতীয় মাদকসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তার কাছ থেকে ১ কেজি ৩০ গ্রাম এমফিটামিন পাউডার জব্দ করা হয়। জব্দকৃত ওই পাউডারের আনুমানিক মূল্য ৩৯ লাখ টাকা।

এমফিটামিন পাউডারসহ গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইউনুস (২৬)। তিনি ক্যাম্পের ১৯ ব্লক সি/৫ এর বাসিন্দা মৃত হোছন আহম্মদের ছেলে।

সোমবার এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামনার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, রোববার বিকেল ৫টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ১৯ এর ইউনুসের বাড়িতে অভিযান চালায় এপিবিএন-৮। এসময় ইয়াবা তৈরির প্রধান উপকরণ সাদা রঙের এমফিটামিন জাতীয় ১ কেজি ৩০ গ্রাম পাউডারসহ ইউনুসকে গ্রেপ্তার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ আসামিকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন-এর এই কর্মকর্তা।

আরও পড়ুন

×