চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসে যুবক নিখোঁজ

নিখোঁজ নির্মল মন্ডল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ০৭:৩৩ | আপডেট: ২১ মার্চ ২০২২ | ০৭:৪৭
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে রাজধানী ঢাকায় চাকরির পরীক্ষা দিতে এসে এক যুবক নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করছে তার পরিবার।
নিখোঁজ ওই যুবক নির্মল মন্ডল (২৮)। সে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের রাখিলাবাড়ি গ্রামের নন্দিনী কান্ত মন্ডলের ছেলে।
নিখোঁজ ওই যুবকের বড় ভাই বাসুদেব মন্ডল জানান, গত ১৩ মার্চ টুঙ্গিপাড়া থেকে ঢাকায় চাকরির পরীক্ষা দেয়ার কথা বলে নিজের কালো রঙের পালসার মোটারসাইকেল নিয়ে রওনা হয় নির্মল। গত ১৬ মার্চ রাত সাড়ে ১১টায় পরিবারের সাথে সর্বশেষ কথা হয় তার। এসময় নির্মল জানায়, সে ঢাকার মিরপুরে রয়েছে।এরপর থেকেই নির্মলের মোবাইল বন্ধ থাকা যায় বলে জানিয়ে তার বড় ভাই বাসুদেব মন্ডল বলেন, এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে নির্মল কোন প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসেছিল তা জানাতে পারেননি তার বড় ভাই। তিনি জানান, শুধু চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাচ্ছে বলে মোটরসাইকেল নিয়ে করে বের হয় নির্মল।
তিনি আরো বলেন, অনেক খোঁজাখুঁজি করেও নির্মলকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খুব ভেঙে পরেছেন। কোনো সহৃয়বান ব্যক্তি নির্মলের খোঁজ পেলে ০১৭৬৪৫৩৭৭৩৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
এ প্রসঙ্গে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, ওই যুবক রাজধানী ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হয়েছে। তাই ওই যুবকের পরিবারকে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছি।