মাদক পাচার বন্ধে বিজিবি ও বিএসএফের ঐক্যমত

ছবি: সমকাল
হিলি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৩ মার্চ ২০২২ | ০১:৪২ | আপডেট: ২৩ মার্চ ২০২২ | ০১:৪২
সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক পাচার বন্ধে ঐক্যমতে পৌঁছেছেন বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা। বুধবার সকাল ১১টার দিকে দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে কর্মকর্তারা একমত পোষণ করেন। হিলি সিপি বিজিবি ক্যাম্পের গোলঘরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার গোলাম মহিউদ্দিন খন্দকার এবং ভারতের পক্ষে ১৫ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এসএন ভাস্তব।
এর আগে সকাল সাড়ে ১০টার দিতে বিএসএফের প্রতিনিধি দলটি হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় সেখানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির কর্মকর্তারা।
এদিকে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, করোনার কারণে আমাদের মধ্যে দির্ঘদিন ধরে আলোচনা বন্ধ ছিল। এখন আবার আলোচনা হচ্ছে। আমরা বর্ডার ইস্যু ও বিভিন্ন ধরনের মাদক সহ অবৈধ পারাপার বন্ধ নিয়ে আলোচনা করেছি। বিএসএফকে বলেছি, বাংলাদেশে মাদক পাচার বন্ধে যেন তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। বিএসএফও তাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। উভয়ে আমরা সীমান্তে যেকোনো ধরনের অপরাধ রোধে একমত হয়ে কাজ করব। আমাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে বিএসএফের প্রতিনিধি দলটি ভারতে ফিরে গেছে।
- বিষয় :
- মাদক পাচার
- বিজিবি
- বিএসএফ