সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ: ২৫ মার্চ ২০২২ | ০৩:০৪ | আপডেট: ২৫ মার্চ ২০২২ | ০৩:৪৫
মধু সংগ্রহের জন্য সুন্দরবন গিয়ে বাঘের আক্রমণে মো. সোলায়মান ইসলাম (৪২) নামে এক বনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকায় মধু সংগ্রহকালে বাঘের হামলার শিকার হয় সে।
নিহত সোলায়মান ইসলাম শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের মৃত শেখ আনছার আলীর ছেলে। গত ২০ মার্চ বুড়িগোয়ালীনি স্টেশন থেকে অনুমতিপত্র (পাশ) নিয়ে ছেলে আব্দুস সামাদসহ ছয় সহযোগীর সাথে মধু সংগ্রহে সুন্দরবন গিয়েছিল সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনবিভাগ জানিয়েছে, সুন্দরবনে গিয়ে দুর্ঘটনার শিকার মৌয়ালের পরিবারকে পুর্বঘোষিত বীমা সুবিধা দেওয়া হবে।
নিহতের সহযোগী মৌয়াল রাশিদুল ইসলাম হিটলার জানান, বৃহস্পতিবার সারাদিন মধু সংগ্রহ করে সন্ধ্যার কিছু আগে কাছিকাটা এলাকায় পৌঁছে বাঘের হামলার শিকার হয় তাদের ঐ সহযোগী। মধুর চাক থাকা গাছের নিচে লুকানো বাঘকে দেখতে না পেয়ে সোলায়মান মধু কাটার জন্য গাছে উঠার সময় পিছন থেকে লাফিয়ে এসে বাঘটি তার উপর হামলে পড়ে।
কিছু বুঝে উঠার আগেই সোলায়মানকে নিয়ে বাঘ বনের মধ্যে চলে যায় উল্লেখ করে তিনি বলেন, কিছুসময় পরে কয়েকশ গজ দূর থেকে সোলায়মানের মৃতদেহ উদ্ধার করে। বাঘটি ঘাঁড় ধরে ফেলায় তা ভেঙে যাওয়া হামলার পরপরই সোলয়ামানের মৃত্যু হয় বলে জানায় নিহতের ছেলে আব্দুস সামাদ।
মৌয়াল দলের দাদনদাতা (মহাজন) সিদ্দিক বিশ্বাস জানান, সোলায়মান ইসলাম ছিলেন দুই ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুর খবরে গোটা পরিবারের শোকের মাতম চলছে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, মৃতদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বন আইন মেনে অনুমতিপত্র (পাশ) নিয়ে সুন্দরবনে প্রবেশ করায় তার পরিবার বনবিভাগ প্রদত্ত যাবতীয় সুযোগ সুবিধা পাবে।
- বিষয় :
- সুন্দরবন
- বাঘের আক্রমণ
- বনজীবি নিহত
- মধু সংগ্রহ