আ.লীগ নেতাদের বাদ দিয়ে শ্রদ্ধা নিবেদন, সমন্বয়হীনতার অভিযোগ ইউএনও বিরুদ্ধে

মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০৩:৪০ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০৩:৪০
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকার পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন দীপংকর তঞ্চঙ্গ্যা।
এই নিয়ে ক্ষোভ জানিয়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, তাদের না জানিয়ে সংসদ সদস্যদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে যা চূড়ান্ত ‘সমন্বয়হীনতা’।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দাওয়াত কার্ডে স্থানীয় সংসদ সদস্যের নাম না রেখে ছাপানো হয়েছিল। পরে সংশোধন করে নতুন দাওয়াত কার্ড ছাপানো হয়।
কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ বলেন, ‘কালকিনি উপজেলা প্রশাসন এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ ছাড়া পুষ্পমাল্য অর্পণ করে ঠিক করেনি। আমারা পার্টি অফিসে ছিলাম। ইউএনও আমাদের একটা ফোন করতে পারতো বা পাঁচ মিনিট দেরি করতে পারত।’
তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে সংসদ সদস্যদের নাম উল্লেখ না করে দাওয়াত কার্ড ছাপেন দীপংকর তঞ্চঙ্গ্যা। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতারা ক্ষোভ জানালে পরে তা সংশোধন করা হয়।
এস এম হানিফ বলেন, ‘ইউএনও প্রত্যেকবার এই সমস্যা করেন। তাই আমরা এইবার বসব। জানতে চাইব, ওনি আসলে ঠিক কী করতে চান।’
কালকিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার বলেন, ‘ ‘আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় না করেই ইউএনও এই কাজটি করেছেন।’
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ জানান, এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শ্রদ্ধা নিবেদন পর্বেও ইউএনও একই কাজ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা সমকালকে বলেন, ‘বিগত দিনেও তারা উপজেলা প্রশাসনের সাথে ফুল দেয়নি। যা হওয়ার তো হয়েই গেছে। এখন তো আর ফুল দেওয়া যাবে না। আর কিছু বলার থাকলে বলেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আমার সাথে আলোচনা করলো না কেন!’’
মাদারীপুরের জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন,‘ জাতীয় দিবসগুলো সকলের অংশগ্রহণে হওয়ার কথা। বিষয়টি আমি জানি না। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখি। কেন এমন ঘটল।’
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকি বলেন, ‘আমার অপারেশন হয়েছে। আমি হাসপাতালে আছি। তবে এ বিষয়ে আমার সাথে কেউ কোনো আলোচনা করেনি। আমি বিষয়টি নিয়ে আলোচনা করলে বিস্তারিত জানতে পারব।’
এ বিষয়ে কথা বলতে স্থানীয় সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।