ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

গভীর রাতে মায়ের নিথর দেহের পাশে ২ বছরের শিশুর কান্না

গভীর রাতে মায়ের নিথর দেহের পাশে ২ বছরের শিশুর কান্না

প্রতীকী ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০৬:৫৮ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০৬:৫৮

গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। এর মধ্যে প্রতিবেশীদের কানে ভেসে আসে শিশুর কান্না। বিছানা ছেড়ে মধ্যরাতেই রাজমিস্ত্রি রাসেল মিয়ার ভাড়া বাসায় গিয়ে দেখেন দুই বছরের শিশু কান্না করছে। তার পাশেই কম্বলে মোড়ানো তার মা আমেনা বেগমের লাশ। শ্বাসরোধে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কোট্টা বাজার এলাকার এমএম জুট মিল কলোনিতে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আমেনা বেগম (২৩) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের জামালের মেয়ে। তার স্বামী রাসেলের (৩০) বাড়ি জামালপুর জেলায়।

পুলিশ জানায়, স্বামী রাসেল রাজমিস্ত্রির কাজ করেন। দু'জনের পরিচয়ের এক পর্যায়ে চার বছর আগে রাসেল ও আমেনা পালিয়ে বিয়ে করেন। কিন্তু আমেনার পরিবার বিয়ে মেনে নেয়নি। তারা জামালপুরে রাসেলের বাড়ি চলে যান। এর মধ্যে তাদের ঘরে একটি ছেলেসন্তান জন্ম নেয়। ১৫ দিন আগে বাঁশবাড়িয়ার এমএম কলোনিতে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা। শুক্রবার রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় রাসেল। গভীর রাতে শিশুর কান্না শুনে প্রতিবেশীরা গিয়ে মেঝেতে আমেনার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লাশে আঘাতের চিহ্ন নেই। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×