ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রাকচাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

ট্রাকচাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ০৪:৪৪ | আপডেট: ২৮ মার্চ ২০২২ | ০৪:৪৪

ফেনীর দাগনভূঞায় ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাতে দাগনভূঞা থানার সামনে ফেনী- নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বারাহীগুনি গ্রামের মানিক মেম্বার বাড়ির মৃত আবুল হোসেনর ছেলে আজমির হোসেন (২০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সাইদ আলীর ছেলে আবুল খায়ের (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে ফেনী-নোয়াখালী সড়কে ডিভাইডারের কাজ করছিলেন এনডিই নামক ঠিকাদার কোম্পানির দুই  শ্রমিক। এসময় ফেনী থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। খবর পেয়ে ফেনী  থেকে হাইওয়ে থানা পুলিশের একদল কর্মকর্তা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ আবদুস সামাদ দুর্ঘটনায় দুই শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

×