ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ বাড়বে’

‘পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ বাড়বে’

আলোচনা সভায় বক্তারা

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ০৫:০২ | আপডেট: ২৮ মার্চ ২০২২ | ০৫:০২

‘মুজিববর্ষের শপথ, সড়ক করব নিরাপদ’ এই স্লোগান তুলে ধরে বরিশালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে করণীয় বিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেছেন, পদ্মা সেতু চালু হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ বাড়বে। ফলে দুর্ঘটনার সংখ্যাও বাড়বে। এ জন্য সেতু চালু হওয়ার আগেই সড়কের দুই পাশ প্রশস্ত করা এবং চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া একান্ত জরুরি। সভা থেকে ফিটনেসবিহীন গাড়ি চালাতে না দেওয়া এবং লাইসেন্স ছাড়া চালকদের হাতে গাড়ি না ছাড়ার জন্য যানবাহন মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা সময় বাঁচানোর জন্য দ্রুত গাড়ি না চালানোর জন্যও আহ্বান জানিয়েছেন।

সোমবার বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অতিরিক্ত যাত্রী হয়ে যানবাহনে না ওঠা, তিন চাকার যানবাহনে চলাচল না করা, মোবাইল ফোনে কথা বলার সময় সড়ক পারাপার না হতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আলোচনা সভার প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত প্রশস্ত সড়ক নির্মিত হলেও মাওয়ার পর থেকে দক্ষিণে কুয়াকাটা পর্যন্ত এখনও প্রশস্ত করা হয়নি। কিন্তু পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে সব ধরনের যানবাহনের চাপ বাড়বে। এতে করে বর্তমান সড়কে চাপ সামলানো অসাধ্য হয়ে পড়বে। তাই দক্ষিণাঞ্চলের সড়ক প্রশস্ত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জিয়াউর রহমান।

আরও পড়ুন

×