ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

ফাহারুল ইসলাম

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ০৩:৩১ | আপডেট: ৩১ মার্চ ২০২২ | ০৩:৩৭

বগুড়ার কাহালুতে ফাহারুল ইসলাম (১৪) নামে এক কিশোরকে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাহালু থানার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ফাহারুল গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন হোসেনের ছেলে।

স্থানীয়রা বেলা ১১টার দিকে ভ্যাপড়া ডি কে রাইস মিলের পেছনের ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ফাহারুলের পারিবারিক সূত্রে জানা যায়, ফাহারুল বুধবার বিকেল ৩টার দিকে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। 

পুলিশ জানায়, মরেদেহের পিঠে ও পেটে ১৭টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, যাত্রীবেশী দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। পরে মরদেহ ডোবায় ফেলে রেখে অটোভ্যান নিয়ে পালিয়ে যায়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, প্রথমে তারা অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করেন। পরে জানতে পারেন নিহত ব্যক্তি পেশায় অটোভ্যান চালক। বুধবার তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন।


আরও পড়ুন

×