ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‍সিংগাইরে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‍সিংগাইরে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ০৫:৫১ | আপডেট: ৩১ মার্চ ২০২২ | ০৫:৫৫

মানিকগঞ্জের সিংগাইরে বিজয় হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালেবপুরের নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

বিজয় উপজেলার তালেবপুর এলাকার আমদ আলীর ছেলে। তিনি স্থানীয় তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান,  বৃহস্পতিবার দুপুরের দিকে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে চাঁদর পেচিয়ে ঝুলন্ত অবস্থায় বিজয়কে দেখে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা। মরদেহের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সফিকুল ইসলাম মোল্লা আরও জানান, সন্দেহজনক কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×