প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী পৌঁছে দিল স্বেচ্ছাসেবক লীগ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২ | ০৯:২২ | আপডেট: ০২ এপ্রিল ২০২২ | ০৯:২২
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহায়তায় হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টায় রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী ফাল্গুন কনভেনশন সেন্টারে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের এই পথচলা। মানবিক সেবা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে চলছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম গাফফারী রাসেল, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় পরিষদের সদস্য মনিরুজ্জামান পামেন, অ্যাড. সানিয়েল আরেফিন, অ্যাড. মার্সেলা সুইটি হালদার ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক হাজী রমজান আলীসহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।