ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মৌলভীবাজারে ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রহস্য

মৌলভীবাজারে ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রহস্য

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২ | ১০:১২ | আপডেট: ০২ এপ্রিল ২০২২ | ১০:১২

মৌলভীবাজারের রাজনগরে গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় আব্দুল মতিন খান (৬৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ব্যবসায়ীর এ মৃত্যু নিয়ে চলছে না আলোচনা-সমালোচনা। তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে- এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামে নিজ বাড়ির পুকুর পাড়ে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পার্শ্বিপাড়া গ্রামের মনু খানের বাড়ির পুকুরের পশ্চিম-উত্তর কোণে একটি মৃতদেহ গাছের সঙ্গে বাধা অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। তারা দেখতে পান, গলায় নাইলনের রশি লাগানো অবস্থায় ছোট একটি গাছে ঝুলছেন মতিন খান। তখন তার হাঁটু মাটিতে লাগানো ও ভাঁজ করা অবস্থায় ছিল। বাঁ হাত দিয়ে গাছ ধরে ছিলেন। মৃতের পাশে তার ব্যবহূত জুতা, ব্যাগ, মোবাইল ফোন ও মাস্ক পড়ে ছিল।

এ খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, সিআইডি ও পিবিআইর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা, নাকি আত্মহত্যা- তা তদন্ত ও ময়নাতদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন

×