ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রলিচাপায় শিক্ষার্থীর মৃত্যু

চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন শিক্ষার্থী-এলাকাবাসীর

চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন শিক্ষার্থী-এলাকাবাসীর

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২ | ০৩:২৫ | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ | ০৩:২৫

ফরিদপুর সদর উপজেলার গেরদায় এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নাঈম শেখ বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় নিহত হওয়ার ঘটনায় চালকের শাস্তির দাবিতে সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত আলিয়াবাদ ইউনিয়নের ব্যানারে সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,  সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইলিয়াস হোসেন, মো. ইকরাম হোসেন, ট্রলি চাপায় নিহত শিক্ষার্থী নাঈম শেখের ভাই নাজমুল শেখ।

বক্তারা দ্রুত  ট্রলির চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ৩১ মার্চ দুপুরে স্কুল থেকে বাই সাইকেল যোগে বাড়ি ফেরার সময় স্কুলের অদূরে দীঘিরপাড় মোড় এলাকায় বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় পিষ্ট হয়ে নাঈম শেখ নিহত হন। এসময় স্থানীয়রা ট্রলিটি জব্দ ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত নাঈম একই উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের দিনমজুর সেকেন্দার শেখের ছোট ছেলে।


আরও পড়ুন

×