ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঈদের আগেই বকেয়া পরিশোধের দাবি পাটকল শ্রমিকদের

ঈদের আগেই বকেয়া পরিশোধের দাবি পাটকল শ্রমিকদের

খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান আঞ্চলিক কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ মল্লিক - সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ১০:০০ | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ | ১০:০০

বন্ধ থাকা সরকারি পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু এবং ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।

সংগঠনের নেতারা দীর্ঘ ২২ মাসেও শতভাগ শ্রমিকের বকেয়া শোধ না করা ও মিল চালুতে কোনো উদ্যোগ না নেওয়ায় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অপসারণ দাবি করেন।

বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ মল্লিক বলেন, লোকসানের অজুহাত দেখিয়ে ২০২০ সালের জুনে দেশের রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী ২ জুলাই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। তখন বলা হয়েছিল, দুই মাসের মধ্যে সব পাওনা পরিশোধ করা হবে এবং তিন মাসের মধ্যে মিলগুলো আধুনিকায়ন করে চালু করা হবে। কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, খলিলুর রহমান, আঞ্চলিক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. আলাউদ্দিন, গাজী মো. মাসুম, আব্দুর রশিদ, আমিরুল ইসলাম সরদার, মো. কামরুজ্জামান, মোহাম্মদ ইউসুফ গাজী, আব্দুর রউফ প্রমুখ।

আরও পড়ুন

×