চট্টগ্রামে ট্রাকচাপায় দম্পতি নিহতের ঘটনায় চালক আটক

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২ | ০১:৫৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ০১:৫৫
চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। আটক ট্রাকচালকের নাম আলী হোসেন। রোববার রাতে রাজবাড়ী জেলা থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবসার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ট্রাকচালক আলী হোসেনকে আটক করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
৬ এপ্রিল চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী ইকবাল উদ্দিন চৌধুরী (৪০) ও তার স্ত্রী সখিনা ফাতেমি (৩২)।
সখিনা অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। অফিস শেষে স্বামী ইকবাল তাকে মোটরসাইকেলে করে সেখান থেকে বাসায় ফিরছিলেন। ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারায় এই দম্পতি।
- বিষয় :
- চট্টগ্রাম
- ট্রাকচাপা
- দম্পতি নিহত
- আটক
- ট্রাকচালক