ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রামে ট্রাকচাপায় দম্পতি নিহতের ঘটনায় চালক আটক

চট্টগ্রামে ট্রাকচাপায় দম্পতি নিহতের ঘটনায় চালক আটক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২ | ০১:৫৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ০১:৫৫

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। আটক ট্রাকচালকের নাম আলী হোসেন। রোববার রাতে রাজবাড়ী জেলা থেকে তাকে আটক করে র‍্যাব।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবসার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ট্রাকচালক আলী হোসেনকে আটক করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

৬ এপ্রিল চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী ইকবাল উদ্দিন চৌধুরী (৪০) ও তার স্ত্রী সখিনা ফাতেমি (৩২)।

সখিনা অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। অফিস শেষে স্বামী ইকবাল তাকে মোটরসাইকেলে করে সেখান থেকে বাসায় ফিরছিলেন। ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারায় এই দম্পতি।

আরও পড়ুন

×