ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ
মোশাররফ ও তার স্ত্রীর নামে ছাত্রাবাস-ছাত্রীনিবাসের নামকরণ বাতিল

ফরিদপুর অফিস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২ | ১০:৫৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ১০:৫৫
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের নতুন ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের নাম সাবেক মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী আফসানা মোশাররফের নামে করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। সোমবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এর আগে নামকরণ বাতিলের বিষয়ে শহরের সুধীসমাজ ও রাজনীতিবিদরা তাদের মতামত দেন এবং কলেজের শিক্ষার্থী ও ছাত্রনেতারা লিখিত আবেদন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নামকরণ না হওয়া পর্যন্ত ভবন দুটি নবনির্মিত ছাত্রাবাস ও নবনির্মিত ছাত্রীনিবাস হিসেবে পরিচিত হবে। পরবর্তী সময়ে সবার মতামতের ভিত্তিতে নামকরণ হবে।