দুই বছর বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল শুরু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ০১:৫৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ০২:২১
করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল শুরু হয়েছে। বৃহস্পিতবার সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে ট্যুরিস্টসহ সকল ভিসাপ্রাপ্ত পাসপোর্টধারী যাত্রীরা আসা-যাওয়া শুরু করেছেন।
করোনার কারণে এতোদিন ধরে বন্ধ থাকলেও গত ১ বছর থেকে শুধুমাত্র মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় হিলি ছাড়া বেনাপোল ও আকাশপথে ভারতে যেতে পারতেন বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা। ফেরার সময় হিলি দিয়ে দেশে ফিরতে পারলেও ভারতে যেতে পারতেন না তারা।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ বদিউজ্জামান জানান, বিশ্বব্যাপী করোনার কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। পরে গত বছরের ১৬ মে থেকে শুধুমাত্র আটকাপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের দেশে ফেরার অনুমতি দেয় ভারত সরকার। এরপর থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে আটকাপড়ারা হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে শুরু করেন। কিন্তু এই পথ ব্যবহার করে দুই বছর ভারতে যাওয়া একেবারেই বন্ধ ছিল। চলতি বছরের ২৬ মার্চ থেকে হিলি পথে ভারত সরকার বাংলাদেশিদের ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেসসহ সব ধরণের ভিসা দেওয়ায় বৃহস্পতিবার থেকে এই দুই দেশের মধ্যে চলাচল শুরু হয়।
তিনি আরও জানান, ১২ বছরের উর্ধ্বে যাত্রীদের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ বা বুষ্টার ডোজের সনদ থাকলে তারা ভারতে গমন করতে পারবেন। যাদের টিকা নেওয়া হয়নি তারা আরটিপিসিআর ল্যাব টেস্টে নেগেটিভ সনদ নিয়ে যেতে পারবেন।
- বিষয় :
- দিনাজপুর
- স্থলবন্দর
- ট্যুরিস্ট ভিসা