অস্ত্রের মুখে জিম্মি করে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২ | ০৮:৪৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ | ০৮:৪৫
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে এক শারীরিক প্রতিবন্ধী দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিব নামের এক সর্বহারা ক্যাডারের বিরুদ্ধে। এ সময় মেয়েটির স্মার্টফোন ছিনতাই করা হয় বলে জানা গেছে। পুলিশ ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দি হোসেন বলেন, এ ঘটনায় চারজন জড়িত। এর মধ্যে পুঠিয়ার কার্তিকপাড়া গ্রামের নামির উদ্দিনের ছেলে রাকিব মেয়েটিকে ধর্ষণ করে বলে জানা গেছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলো কাজুপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে মিজান, শাওন ও নয়ন নামের আরও তিন যুবক। অভিযুক্ত রাকিব চরমপন্থী। সে স্বাভাবিক জীবনে আসার জন্য আত্মসমর্থন করেছিলো। সরকারি অনুদানও সে পেতো।
ওসি জানান, বুধবার রাতে ভ্যানে করে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে ওই স্কুলছাত্রী। চার যুবক অস্ত্রের মুখে তাকে ভ্যান থেকে নামিয়ে পাশের একটি কলা বাগানে নিয়ে যায়। সেখানে চরমপন্থী রাকিব তাকে ধর্ষণ করে। পরে তার স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর ওই স্কুলছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। সকালে মেয়েটি বাদী হয়ে ধর্ষণ ও ছিনতাইয়ের মামলা করেছে। মামলার পর দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।
তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘রাকিব চরমপন্থী সদস্য। আত্মসমর্পন করলেও সে স্বাভাবিক জীবনে ফেরেনি। এবার সে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ করল। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’