ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নওগাঁয় হিজাব কাহিনি: গুজব ছড়ানোর মামলায় ২ সাংবাদিক গ্রেপ্তার

নওগাঁয় হিজাব কাহিনি: গুজব ছড়ানোর মামলায় ২ সাংবাদিক গ্রেপ্তার

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২ | ১৩:০৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ | ১৩:০৭

নওগাঁয় স্কুলশিক্ষিকা আমোদিনী পালকে জড়িয়ে হিজাব কাহিনি ছড়ানো ও মানহানির মামলায় স্থানীয় দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কিউ এম সাঈদ টিটু ও সামসুজ্জামান মিলন স্থানীয় পত্রিকার সাংবাদিক। বৃহস্পতিবার রাতে মহাদেবপুর শহরের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনী পাল পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুই সাংবাদিক এই মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা দায়েরের আগেই দুই সাংবাদিককে গ্রেপ্তার করে পরে তাদের আমোদিনী পালের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। তবে অভিযোগ অস্বীকার করেছে তাদের পরিবার। তারা বলেছে, ওই স্কুলের দুই শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্যামেরার সামেন হিজাব পরার কারণে শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে বলে স্বীকার করেন। সেই বক্তব্যই পরে ফেসবুকে ভাইরাল হয়েছে। নিজেদের মনগড়া কোনো কথা তারা প্রচার করেননি।

মানববন্ধন: নওগাঁয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। শুক্রবার শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে একুশে পরিষদের সভাপতি ডি এম আব্দুল বারী, অধ্যাপক শরিফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×