সিঙ্গাইরে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০৮:৪১
মানিকগঞ্জের সিঙ্গাইরে ১৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তি হলেন- উপজেলার বায়রা ইউনিয়নের জজবাড়ি এলকার মোশরফ ওরফে লাদেন মোল্লার ছেলে রবিন (২২) ও নয়াপাড়া আদর্শ গ্রামের প্রয়াত সফি দেওয়ানের ছেলে মো. সালাম (৩৭)।
এ ঘটনায় একই ইউনিয়নের বাইমাইল আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে অভিযুক্ত শাহীনুর রহমান (৩৩) পলাতক রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী ওই শিশু শনিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে খবর আসে রবিন ও শাহীনুর রহমান তাকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করছে।
থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে রাতেই ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে থানা পুলিশ। সেই সঙ্গে ধর্ষণের অভিযোগে রবিন ও ধর্ষণে সহায়তা করার অপরাধে সালামকে গ্রেফতার করা হয়।
থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।
- বিষয় :
- মানিকগঞ্জ
- শিশু ধর্ষণ