‘ফুলিয়ে ফাঁপিয়ে ক্ষতি প্রচার করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেবে’

ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক - সমকাল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ১০:৫০ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ১০:৫২
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সুনামগঞ্জে দুই লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরোর চাষাবাদ হয়েছে। ক্ষতি হয়েছে মাত্র পাঁচ হাজার হেক্টর জমির ধান। এটা কোনো শতাংশে আসে না। ক্ষতি যাদের হয়েছে, তাদের পাশে সরকার রয়েছে। তিনি বলেন, দুর্যোগ আসছে, সবাই মিলে তা মোকাবিলা করতে হবে। এই সময়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যমকর্মীরা ফুলিয়ে ফাঁপিয়ে রিপোর্ট প্রচার করলে অসাধু ব্যবসায়ীরা খাদ্যশস্যের দাম বাড়িয়ে দেবে।
বুধবার সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুরের ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে অনিয়ম হয়ে থাকলে শাস্তি পেতে হবে।
তিনি আরও বলেন, তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি সরেজমিন হাওর ঘুরে গেছে, ১০ কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা। দুই-তিন দিন পরই তারা হয়তো রিপোর্ট দেবে। ২০১৭ সালেও দুর্নীতির দায়ে আটজন প্রকৌশলীকে শাস্তি দেওয়া হয়েছিল, এবারও সেরকম হলে শাস্তি পেতে হবে।
জাহিদ ফারুক বলেন, ‘আমরা সততার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। গণমাধমের সহযোগিতা পেলে খাদ্যশস্যের দাম বাড়ার সুযোগ নেই। দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ আছে।’
হাওর পরিদর্শনের সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম প্রমুখ সঙ্গে ছিলেন।