ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বরিশালে ভুয়া পুলিশ সদস্য আটক

বরিশালে ভুয়া পুলিশ সদস্য আটক

মো. জুম্মান হোসেন

 বরিশাল ব্যুরো

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২ | ০৪:৩৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ | ০৪:৩৪

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সামনে থেকে ভুয়া পুলিশ পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টায় তাকে আটক করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।

আটক ওই যুবকের নাম মো. জুম্মান হোসেন (৩০)। তিনি নগরের ২৩নম্বর ওয়ার্ডের টিয়াখালি এলাকার মো. আব্দুল জলিল মুন্সির ছেলে।

বিষয়টি নিশ্চত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) লোকমান হোসেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার  বেলা ১১টার  দিকে শেবাচিম  হাসপাতালের প্রধান গেটের সামনের সড়কে একটি ওয়াকিটকি সেট ও সাংবাদিকের কার্ড  নিয়ে ঘোরাঘুরি করছিলেন জুম্নান নামের ওই যুবক। এসময় তিনি রোগীর স্বজনদের কাছ থেকে এবং ফুটপাতের দোকানদারের কাছ থেকে টাকা আদায় করার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  জিজ্ঞাসাবাদের জন্য জুম্নানকে আটক করে হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় নিয়ে আসা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক  লোকমান হোসেন বলেন, আটক জুম্মান দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতো। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×