ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ তরুণরাই দেশের নেতৃত্ব দিবে: পলক

প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ তরুণরাই দেশের নেতৃত্ব দিবে: পলক

চলনবিল শিক্ষা উৎসবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী- সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৯:৪৬

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ তরুণরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান পথে তারাই হবে মূল চালিকা শক্তি।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। অপার সম্ভাবনাময় দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব প্রদান করতে হবে। এই নেতৃত্বে আসীন হবে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ তরুণ শিক্ষার্থীরাই।

রোববার নাটোরের সিংড়া উপজেলার কোর্ট মাঠে আয়োজিত ‘চলনবিল শিক্ষা উৎসব-২০২০’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সম্পর্কে আইসিটি প্রতিমন্ত্রী বলেন,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা হত্যা না করলে আগেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আগে কৃষক পরিবারের সন্তান বা দরিদ্র পরিবারের সন্তানরা বইয়ের অভাবে শিক্ষা অর্জন করতে পারত না। এখন জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই সারা দেশের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠানে অদম্য মেধাবী কৃতি শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা, রত্নগর্ভা ও মরণোত্তর গুণীজন সম্মাননা প্রদান করা হয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

×