ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চলনবিলে কেজিতে ৫-৭ টাকা কমেছে চালের দাম

চলনবিলে কেজিতে ৫-৭ টাকা কমেছে চালের দাম

চলনবিলে বোরো ধান কাটছেন কৃষকরা- সমকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২ | ০১:৫৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২২ | ০১:৫৮

চলতি বোরো মৌসুমে চলনবিলে অঞ্চলে কৃষকের ঘরে ঘরে বিভিন্ন জাতের নতুন বোরো ধান উঠতে শুরু করেছে। আর নতুন বোরো ধানের প্রভাবে বিল পাড়ের হাট-বাজারে কৃষক নতুন কাঁচা-ভেজা ধানের ভাল দাম পাচ্ছেন। পাশাপাশি কৃষকের গোলায় নতুন ধান ওঠায় চলনবিলের সব খুচরা ও পাইকারী বাজারে চালের দাম কমে আসায় খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, প্রাচীনকাল থেকেই খাদ্য শস্য ভাণ্ডার খ্যাত বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল এলাকায় বোনা আমন ধানের আবাদের জন্য বিখ্যাত ছিল। পরবর্তীতে সত্তর দশকের শেষ দিকে চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও নওগাঁর আত্রাই উপজেলায় ডিজেল চালিত সেচযন্ত্রের মাধ্যমে এলাকায় ব্যাপক ভাবে বোরো আবাদ শুরু হয়।

আর চলতি বছর কৃষি অধিদপ্তরের তথ্য মতে, চলনবিলের নয় উপজেলায় ফসলী মাঠে প্রায় ১ লাখ ৮৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের চাষ হয়েছে। আর বর্তমানে মধ্য বৈশাখে চলনবিল অনেক অঞ্চলে বোরো ধান কাটার ভরা মৌমুম চলছে। চলনবিলের প্রসিদ্ধ চাচঁকৈড়, রনবাঘা, মীর্জাপুর, সলংগা, গুল্টা, বিনসাড়া, বোয়ালিয়া, কাছিকাটা, সাইকোলা, চান্দাইকোনা, রানীর হাট, নওগাঁসহ ৫০ থেকে ৫৫টি ধান বিক্রির পাইকারী ও খুচরা হাট-বাজারে কৃষকের ঘরে নতুন উঠা ধান বিক্রি শুরু হয়েছে।

চলতি সপ্তাহে বিলাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে নতুন কাঁচা-ভেজা মিনিকেট প্রতিমন ৯০০ থেকে ১০০০ টাকা, কাটারীভোগ ৯৫০ থেকে ১০৫০টাকা, হাইব্রিড ব্রি- ২৮, ব্রি- হিরা, ৬০০ থেকে ৬৫০, ব্রি সুফলতা ৭০০ থেকে ৭০০ থকে ৭৫০ টাকায় বিক্রি করছেন স্থানীয় কৃষকেরা। ফলে নতুন ধানের প্রভাবে সব ধরনের চালের বাজারে চালের দাম কেজি প্রতি প্রকার ভেদে ৫ থেকে ৭ টাকা কমে এরই মধ্যে এসেছে।

বর্তমান মধ্য বৈশাখের চলনবিলের প্রসিদ্ধ চালের হাট-বাজারে প্রতি কেজি মিনিকেট, ৪৪ টাকায় বিক্রি হচ্ছে- যা ১৫ দিন পূর্বে ছিল ৪৭ টাকা, স্বর্ণা ৪২ যা পূর্বে ছিল ৪৬ টাকা, ৪৯ ধানের চাল ৪২ যা পূর্বে ছিল ৪৭ টাকা, কাটারীভোগ ৬০ যা পূর্বে ছিল ৬৫ টাকা, ২৯ ধানের চাল ৪৫ যা পূর্বে ছিল ৪৮ টাকা কেজি।

চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারের চালের আড়তদার গোলজার সরদার বলেন, বর্তমান নতুন বোরো ধান কৃষকের ঘরে ওঠা শুরু করায় চলনবিলের হাট বাজারে গত ১৫ দিনের ব্যবধানে কেজি প্রতি চালের দাম প্রকার ভেদে ৫ থেকে ৭ টাকা কমে এসেছে।

ফলে চলনবিল এলাকায় সাধারণ ভোক্তা পর্য্যায়ে চালের দাম সহনীয় পর্যায়ে চলে এসেছে। আর এ কারণে খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান, কৃষি শ্রমিক, ইট ভাটায় কাজ করা শ্রমিক রমজান আলী, তোফাজ্জল মণ্ডল, বারিক খন্দকার, মিনতি পারভীন, সুশীল মাহাতোসহ অনেকে।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নার লুনা বলেন, চলনবিল অঞ্চলে নতুন বোরো ধান কাটা শুরু হয়েছে। এ কারণে চলনবিল এলাকায় চালের মূল্য সহনীয় হচ্ছে। আমরা আশা করছি, চলনবিলের চালের চাতাল গুলোতে পুরোদমে চাল উৎপাদন করলে চালের দাম আরও কমবে।

আরও পড়ুন

×