ছাদের কক্ষে নিয়ে শিশুকে বলাৎকার, হেফজখানার দারোয়ান গ্রেপ্তার

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২ | ০৪:৫৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ০৫:১৯
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় আট বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে হেফজখানার দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তার দারোয়ান মিজানুর রহমানকে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বায়েজিদ থানার শেরশাহ কলোনি বিহারি মসজিদের হেফজখানার ছাদে দারোয়ানের কক্ষে শুক্রবার রাতে শিশুটি নির্যাতিত হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিজানুর কুমিল্লার বরুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, শেরশাহ এলাকায় গার্মেন্টস কর্মীর আট বছরের ছেলে বিহারী মসজিদের হেফজখানায় পড়ালেখা করে। শুক্রবার রাতে ওই শিশুকে দারোয়ান মিজানুর ফুসলিয়ে ছাদের কক্ষে নিয়ে বলাৎকার করে। এ ঘটনায় স্থানীয়রা দারোয়ান মিজানুরকে আটকে রেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই দারোয়ানকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
ওসি বলেন, ওই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার পর আসামিকে আদালতে পাঠানো হয়। পরে তাকে কারাগারে পাঠায় আদালত।