ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২২ | ০৩:০২ | আপডেট: ০৪ মে ২০২২ | ০৩:০২

রাজবাড়ীর দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাওন খান নামে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন খান রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের দারোগ আলীর ছেলে। তিনি দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানের হেলপার ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পাংশা থেকে রাজবাড়ীগামী পিকআপ ভ্যানটি কালুখালীর চাঁদপুর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাওন খান মারা যান।

গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×