ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বগুড়ায় অভিভাবকদের সংবাদ সম্মেলন

স্কুলে অতিরিক্ত ফি বন্ধ না হলে অবস্থান ধর্মঘট

স্কুলে অতিরিক্ত ফি বন্ধ না হলে অবস্থান ধর্মঘট

প্রেসক্লাবে অভিভাবকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০৮:৩২

বগুড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত সেশন ফি আদায় বন্ধ না হলে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে এ ধর্মঘট করবেন তারা।

মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষ থেকে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় মোছা. রুনা খাতুন নামে আরেক অভিভাবকও বক্তব্য দেন।

আব্দুল মান্নান জানান, ধারাবাহিক আন্দোলন কর্মসূচির প্রথম দিন আজ বুধবার সকালে শহরের জয়পুরপাড়ায় অবস্থিত টিএমএসএস পাবলিক স্কুল ও কলেজের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এরপর একে একে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও এ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান আকন্দ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত সেশন ফি আদায় বন্ধে ছয় মাসেরও বেশি সময় ধরে উচ্চ আদালতে আইনি লড়াইসহ অভিভাবকদের নিয়ে আন্দোলন চালিয়ে আসার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০১৯ সালের ২ জুলাই তার দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয় প্রণীত নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভর্তি ও সেশন ফি আদায়ের নির্দেশ দেন। গত বছরের ১৭ ডিসেম্বর দেওয়া ওই আদেশ কার্যকরের জন্য একই বছরের ২৯ ডিসেম্বর বগুড়া জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। একই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে রফিকুল ইসলাম ও জাহেদুর রহমান নামে দুই অভিভাবক গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী কার্যালয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দেশের সব জেলায় এ-সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের অনুরোধ জানিয়ে গত ১৬ জানুয়ারি চিঠি দেন।

মান্নান অভিযোগ করেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের ওই নির্দেশনা পাওয়ার পরও বগুড়ার সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত দুই হাজার টাকার অতিরিক্ত সেশন ফি আদায় করছে।

আরও পড়ুন

×