বিএনপি নেতা হাবিবুর রহমান মারা গেছেন

পাবনা অফিস
প্রকাশ: ০৮ মে ২০২২ | ০৯:৪২ | আপডেট: ০৮ মে ২০২২ | ০৯:৪২
পাবনা জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা (৬৩) আর নেই।
রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান জানান, হাবিবুর রহমান তোতা বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এক মাস আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। সোমবার সকাল ১০টায় পাবনার আরিফপুর ঈদগাঁ মাঠে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া পাবনা আওয়ামী লীগ, বিএনপি, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।