মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা

প্রতীকী ছবি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ০১:১৫
আড়াইহাজার বিশনন্দী পূর্বপাড়া এলাকায় মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন হয়েছেন বাবা। শুক্রবার সকালে ছেলে ইয়াসিন মিয়া তার বাবা মাহবুব মিয়াকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে ইয়াসিন পলাতক।
স্থানীয়রা জানান, মাহবুব মিয়া এলাকায় কৃষিকাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন। ছেলে বাবার কাজে সহযোগিতা না করে তার বখাটে বন্ধুদের নিয়ে দিন পার করত। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর জন্য ছেলে ইয়াসিন তার বাবার কাছ থেকে একটি মোটরসাইকেল কেনার আবদার করে। কৃষক বাবার পক্ষে মোটরসাইকেল কেনার টাকা জোগাড় করা সম্ভব না। এর পরও ইয়াসিন মোটরসাইকেল কেনার টাকার জন্য চাপ দিয়ে আসছিল। শুক্রবার সকালেও ইয়াসিন মোটরসাইকেল কেনার টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানান বাবা মাহবুব। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ইয়াছিন উত্তেজিত হয়ে ঘর থেকে হাতুড়ি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে বাবা মাহবুব মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। ইয়াসিন দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ছেলে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- পিটিয়ে হত্যা
- বাবাকে হত্যা
- নারায়ণগঞ্জ
- আড়াইহাজার