ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইমামবাড়াতে ভক্তদের মাতম

ইমামবাড়াতে ভক্তদের মাতম

কুলাউড়ার ঐতিহ্যবাহী লংলা অঞ্চলের ইমামবাড়াতে ভক্তদের মাতম। ছবি: সমকাল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১২:২৫ | আপডেট: ০৫ জুলাই ২০২৫ | ১২:২৭

হিজরি সনের মহররম মাস এলেই কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী লংলা অঞ্চলের ইমামবাড়াগুলোতে শুরু হয় ১০ দিনব্যাপী শোক অনুষ্ঠান। কারবালার শহীদদের স্মরণে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিয়া সম্প্রদায়ের মুসলমানরা শোক অনুষ্ঠান ও তাজিয়া মিছিলে অংশ নেন। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও উপজেলার ইমামবাড়াগুলোতে ভক্তদের মাতম চলছে। 

১ মহররম থেকে কারবালার স্মরণে শোকের কালো নিশান ও আলম পাঞ্জা ওড়ানো হয়েছে উপজেলার বিভিন্ন ইমামবাড়াতে। ইতোমধ্যে পৃথিমপাশা জমিদারবাড়ি, তরফি সাহেববাড়ি, ছোট সাহেববাড়ি, পাল্লাকান্দি সাহেববাড়িসহ বিভিন্ন ইমামবাড়াতে ভিড় করছেন ভক্ত। এসব ইমামবাড়াতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মজলিস (ধর্মীয় আলোচনা), নোহা, জারি, মার্সিয়া, বিশেষ মোনাজাত, জিয়ারত, শিরনির আয়োজন চলছে। 

প্রায় আড়াইশ বছর ধরে পৃথিমপাশা জমিদারবাড়িতে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের ঐতিহ্য অনুযায়ী কারবালার শহীদদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ‘হায় হোসাইন, হায় হোসাইন’ মাতমের পাশাপাশি তাজিয়া মিছিল বের করেন ভক্ত-অনুসারীরা। এ সময় ধর্মীয় আলোচনায় মহররম মাসের এই মর্মান্তিক ঘটনাকে বিশেষভাবে স্মরণ করা হয়। পাশাপাশি হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (আ.) ও কারবালার অন্য শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক জানানো হয়।

আরও পড়ুন

×