নারায়ণগঞ্জে স্টিল মিলে জেনারেটর বিস্ফোরণ, দগ্ধ ৩

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২২ | ১৩:৩৭ | আপডেট: ০৮ মে ২০২২ | ১৩:৩৭
নারায়ণগঞ্জে একটি স্টিল মিলের জেনারেটর বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশে ফ্রেশ স্টিল মিল নামে একটি কারখানার জেনারেটর সার্ভিসিং করার সময় বিস্ফোরণে তিনজন দগ্ধ হন।
বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. নাজমুল (২৭), মো. শামীম (৩২) ও বাশার (২৮)। তারা সবাই ওই কারখানার কর্মী। এদের মধ্যে শামীম ও নাজমুলের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। আর বাশারের বাড়ি কুমিল্লায়।
স্টিল মিলের সুপারভাইজার মো. সুমন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শামীমের শরীরের ৪৫ শতাংশ, নাজমুলের ৬১ শতাংশ ও বাশারের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।