জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন

নিহতের বাড়িতে প্রতিবেশিদের ভিড়- সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২২ | ০০:৩৩ | আপডেট: ১৫ মে ২০২২ | ০০:৩৩
জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে থাকা খাটের পায়ার আঘাতে বাবা আব্দুল কাদের (৭০) নিহত হয়েছেন। রোববার সকালে পাঁচবিবি উপজেলা বরণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে সুলতান মাহমুদকে আটক করেছে পুলিশ। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এসব তথ্য জানিয়েছেন।
নিহত আব্দুল কাদের পাঁচবিবি উপজেলা বরণ গ্রামের বাসিন্দা।
ওসি পলাশ চন্দ্র দেব জানান, রোববার সকালে বাবা আব্দুল কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বাবা-ছেলের বাকবিতণ্ডার একপর্যায় ছেলের হাতে থাকা খাটের পায়া দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, বাবাকে হত্যার অভিযোগে ছেলে সুলতান মাহমুদকে আটক করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- জয়পুরহাট
- পাঁচবিবি
- বাবা খুন
- বাবা নিহত
- ছেলের হাতে খুন