হবিগঞ্জে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার

উদ্ধার হওয়া বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা- সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১০:৫০
হবিগঞ্জে বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের উমেদনগর এলাকা থেকে পেঁচাটি উদ্ধার করেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। পরে বিরল প্রজাতির এ পেঁচাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, ওই এলাকার কয়েক শিশু-কিশোর পেঁচাটিকে ইটপাটকেল দিয়ে ধাওয়া করছিল। একপর্যায়ে তারা সেটাকে ধরে ফেলে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে পেঁচাটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে বন বিভাগে খবর দেওয়া হলে তারা পেঁচাটি নিয়ে যান।
পেঁচা হস্তান্তরের সময় বন বিভাগের পক্ষ উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ সহিদ উদ্দিন, অফিস সহকারী তাপস ভর, ড্রিমস অ্যানিমেল রেসকিউ সেন্টারের প্রতিষ্ঠাতা ইফতেখার হোসেন, তাহসিন বিলওয়াল আরিয়ান, তালহা হোসেন, নুজহাত নুয়েরী রুদাবা ও আরিদা।
- বিষয় :
- লক্ষ্মীপেঁচা উদ্ধার
- বিরল প্রজাতি
- হবিগঞ্জ