পানি বেড়ে ভাঙল পুনর্ভবার বাঁধ, বিপাকে গোমস্তাপুরের কৃষক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২২ | ০৪:১১ | আপডেট: ২২ মে ২০২২ | ০৪:১১
উজানের ঢলে পুনর্ভবা নদীর পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন খাঁড়ির অস্থায়ী বাঁধ ভেঙেছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গেছে বোরো ধান।
পুনর্ভবার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাধানগরের সিঙ্গাবাদ পাথার বিলে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এতে ওই এলাকার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত সপ্তাহে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধিতে কুজাইন ও চন্দের বিলের বোরো ধানও পানিতে তলিয়ে যায়।
পানিতে তলিয়ে থাকা বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন রাধানগর ইউনিয়নের কৃষকরা। তারা বলছেন, বিলে কেটে রাখা ধানও পানিতে ডুবে গেছে।
বিল কুজাইনের কৃষক শফিকুল ইসলাম বলেন, এমনিতেই ধান কাটা শ্রমিকের সংকটের কারণে সময়মত ধান কাটতে পারিনি। তার ওপর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাটা ধান জমি থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি।
পাথার বিলের ভুক্তভোগী কৃষক নাহিদ হোসেন বলেন, ঢলের পানিতে রাস্তা ডুবে গেছে। জশৈল-বিবিষন (চালনা) খাঁড়ির ঘাটে সেতু না থাকায় প্রতি বছর বিল থেকে ধান আনতে গিয়ে এই দুর্ভোগ আমাদের পোহাতে হয়।
গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার তানভির আহম্মেদ সরকার জানান, পাথার বিলের ৫ বিঘা ধান কাটতে বাকি আছে। বিলের ৫০ ভাগ ধান এখনও বিলে আটকা পড়েছে এবং ৫০ ভাগ ধান কৃষকরা বিল থেকে আনতে সক্ষম হয়েছে। দ্রুত ধানগুলো আনা না হলে এবং এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব ধান রক্ষা করা সম্ভব হবে না।
রাধানগর ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, গত কয়েক দিন আগে বাঁধটি স্থানীয়ভাবে সংষ্কারের উদ্যোগ নেওয়া হলেও পানির তোড়ের কারণে তা সম্ভব হয়নি।
গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু জানান, উপজেলা সমন্বয় কমিটির সভায় বর্ষা মৌসুমে বিলের এ দূরাবস্থার কথা তুলে ধরা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- উজানের ঢল
- পুনর্ভবা নদী
- বিবিষন খাঁড়ি