ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কর্ণফুলীতে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

কর্ণফুলীতে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৫ মে ২০২২ | ২৩:৫৩ | আপডেট: ২৫ মে ২০২২ | ২৩:৫৩

চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় আবদুল হামিদ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হামিদ উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া ফতেহ আলী মাঝির বাড়ির আবদুর রাজ্জাকের পুত্র।

জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে হামিদ মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে শাহ আমানত সেতু হয়ে কর্ণফুলী উপজেলার নিজের বাড়ি চরলক্ষ্যাতে ফিরছিলেন। ফেরার পথে সেতুর টোলপ্লাজা অতিক্রম করে মইজ্জারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক যুবককে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×